বেঙ্গল মিরর ডেস্ক: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তথা প্রাক্তন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মহিউদ্দিন সরকার শনিবার কলকাতার আর এন টেগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বেশ কিছুদিন ধরেই তিনি হৃদ ও কিডনি রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখেন। অবশেষে তিনি পরকালে পাড়ি দিলেন।
জানা গিয়েছে, মহিউদ্দিন সরকারের জন্ম মুর্শিদাবাদে হলেও কর্মসূত্রের কারণে তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুপুরের মদারাট রোডে নিজস্ব বাড়িতে বসবাস করতেন। স্বল্পদিনের মধ্যে তিনি বিভিন্ন মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোয় এলাকায় জনপ্রিয়তা লাভ করেন। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে আজ সন্ধ্যায় মাগরিব নামায বাদ বারুইপুর সাজাহান রোডস্থিত জামে মসজিদে তাঁর নামায এ জানাজা অনুষ্ঠিত হবে এবং পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শুধু বারুইপুর নয়, গোটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
![]() |
ফাইল ছবি |
উল্লেখ্য, মহিউদ্দিন সরকার ১৯৪০ সালের ২৯শে জানুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘির ধনসিং নতুনপাড়া গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম হেদায়েতুল্লাহ ওরফে ভুবনউদ্দিন এবং মাতার নাম মরহুম মেহের নেগার বিবি। মাত্র ১০ বছর বয়সে তিনি তাঁর মাকে হারান। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ। গ্রামের প্রাথমিক স্কুলে শিক্ষা শেষ করে তিনি আজিমগঞ্জের রাজা রায় বুধ সিং বাহাদুর হাইস্কুলে ভর্তি হন। স্কুলে পড়ার সময় তিনি একজন আলেমের কাছে আরবি ও উর্দু ভাষায় শিক্ষা লাভ করেন। ১৯৬০ সালে তিনি কলকাতায় চলে আসেন এবং পশ্চিমবঙ্গ পুলিশে যোগদান করেন। ১৯৬৪ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ১৯৭১ সালে এলএলবি পাশ করেন। ১৯৯৮ সালে তিনি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফিসার পদ থেকে অবসর নেন। মহিউদ্দিন সরকারের দুই পুত্র পুলিশে কর্মরত।
তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'মক্কা মদীনার পথে প্রান্তরে' পাঠকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল। তাঁর সর্বশেষ বই 'দ্বীনের সওগাত' আপনজন পাবলিকেশন থেকে এ বছরেই প্রকাশিত হয়। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি। (তথ্য সূত্র আপনজন)
0 Comments