নতুন গতির ঈদ সংখ্যা প্রকাশ

বেঙ্গল মিরর ডেস্ক: রবিবার বিকালে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে সাপ্তাহিক নতুন গতি পত্রিকার ঈদ সংখ্যার প্রকাশ ও ঈদ মিলন অনুষ্ঠান হয়। সভা শুরু হয় মাওলানা মুহাম্মদ সফিউল্লাহ্ মল্লিকের কণ্ঠে পবিত্র কুরআন পাঠ দিয়ে। প্রারম্ভিক ভাষণে ড. কুমারেশ চক্রবর্তী ইসলামের শেষ নবী মুহাম্মদ সা.-এর আদর্শের নানান দিক তুলে ধরেন। মহতী অনুষ্ঠানে সংবর্ধিত হন নজরুল সংগীতশিল্পী ড. দীপা দাস, শিক্ষাব্রর্তী রফিক আলি খান, সাংবাদিক আয়ুব আলি প্রমুখ।এছাড়াও গ্রন্থ প্রকাশিত হয় সামজিদা খাতুনের ‘আধুনিক ইসলামী সংগীত’, মুহাম্মদ শহীদুল্লাহ-র ‘এসরেনু’ও সামসুল হুদার ‘ফুলবানু’। 

ঈদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান

নতুন গতির অনুষ্ঠানে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম সাবেক সাংসদ ড. মইনুল হাসান, সাহিত্যিক আবদুর রউফ, সেখ হাসান ইমাম, ড. মীরাতুন নাহার, ড. সুরঞ্জন মিদ্দে, কবি তৈমুর খান, সামজিদা খাতুন, বুলবুলের এস.এম সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ মুহাম্মদ আবদুর রশীদ, মোল্লা সফিকুল ইসলাম, আলিমুজ্জামান, সেখ আবু মুসা, সমাজকর্মী ডা. কাজী মোহিত, ড. সাইফুল্লাহ, কেজিএন মার্বেলের সেখ সাকির হোসেন, নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূর, যুগ্ম-সম্পাদক মনিরা খাতুন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ড. দীপা দাস, রোজিনা বেগম, সঞ্চালনায় ছিলেন মুজতবা আল আমুন, শিক্ষক মনিরুল ইসলাম।

Post a Comment

0 Comments