প্রান্তিক শ্রেণিকে বেনাগরিক করার অভিযোগ তুলল বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ

বেঙ্গল মিরর ডেস্ক: নির্বাচন কমিশন দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করতে চাইছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে এসআইআর। এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের যুক্তি নির্বাচন কমিশন যেসব নথি চাইছে তা বহু মানুষের কাছে নেই। ফলে বৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। এবার এই এসআইআর-এর বিরোধিতায় সরব হল সমাজিক সংগঠন 'বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ'। সংগঠনের উদ্যোগে রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মিঠাখালি বালিফিল্ড এলাকায় বিশেষ সভা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি শিক্ষক আবদুর রউফ। সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহান আলী পুরকাইত উদ্ভুত বিভিন্ন সমস্যার পিছনে যে অশুভ শক্তি, তার তীব্র নিন্দা করেন। একেএম গোলাম মর্তুজা, শিক্ষক আবদুর রউফ বর্তমান সময়ে হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানদের মধ্যে মৈত্রী ও যৌথ আন্দোলনের উপর বক্তব্য রাখেন। শেষে সংগঠনের ক্যানিং ব্লক কমিটি গঠন করা হয়।

ছবিতে বিশিষ্টরা 

এ দিনের সভায় এসআইআর নিয়ে বিস্তারিত তুলে ধরেন সাবির হোসেন। অন্যান্যরাও এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করেন সাবেক শিক্ষাকর্তা নজরুল হক সিপাই, ফাদার স্যামুয়েল ঘড়ুই, আইনজীবী হাফিজুর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, পৃষ্ঠপোষক মাওলানা আনোয়ার হোসেন কাসেমী প্রমুখ। ক্যানিংয়ের প্রখ্যাত ডা. লিয়াকত আলী লস্করকে তাঁর অসামান্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।

Post a Comment

0 Comments