জাহানারা খাতুন
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় সম্পন্ন হল বিশেষ অনুষ্ঠান। ২০ আগস্ট হাওড়া জেলা সংখ্যালঘু বিষয়ক দফতরের উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সংখ্যালঘু সম্প্রদায়কে অবহিত করা। এই অনুষ্ঠান হয় গুরদোয়ারা গুরু নানক সত্যসঙ্গ (আলমপুর)-এ। সকাল ১১টা থেকেই যেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। সভায় সরকারি আধিকারিকরা শিক্ষাবৃত্তি, কর্মসংস্থান, মহিলাদের কল্যাণ এবং মৌলিক পরিষেবার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
![]() |
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা। |
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলি তৃণমূল স্তরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগগুলিকে সাধুবাদ জানান উপস্থিত সবাই। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন গুরপ্রীত সিংহ (সান্তি ভাই), দলওয়ারা সিংহ, জশবিন্দর সিংহ, কুলবন্ত সিংহ চীমা, রাজবিন্দর সিংহ, কমলজিৎ সিংহ (লাড্ডি), বালবিন্দর সিংহ রায়, আব্দুল কাইউম আনসারি, অমরজিৎ সিংহ রিঙ্কু, জামিলুর রহমান প্রমুখ।
0 Comments