সুন্দরবন আল–মানারের শিবিরে ৮৪৫ জনের রক্তদান

আসিফ রেজা আনসারী 

রক্তদান বড় দান। এই কথাকে মাথায় রেখে বাসন্তী চুনাখালি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বাসন্তী ব্লক ইমাম-মুয়াজ্জিন পরিষদের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। এ দিন সুন্দরবন আল-মানার মিশন প্রাঙ্গণে আয়োজিত শিবিরে ৮৪৫ জন রক্তদান করেন। কলকাতা থেকে আগত ৪৫ জনের ডাক্তার ও নার্সের টিম দাতাদের রক্ত সংগ্রহ করেন। 

উপস্থিত অতিথিরা। 

শিবিরে উপস্থিত ছিলেন মিশনের প্রেসিডেন্ট আবদুল মাজেদ মোল্লা, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মুফাক্কার হোসেন মল্লিক, বাসন্তী ব্লক সভাপতি আবদুল মান্নান গাজি, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিয়ার রহমান মোল্লা, একেএম গোলাম মোর্তজা, ইমাম পরিষদ সভাপতি আবদুস সালাম, সমাজকর্মী হোসেন গাজি, আবদুর রাজ্জাক, মাওলানা মুহিব্বুল্লাহ, আবুল কাশেম লস্কর প্রমুখ। এ নিয়ে সুন্দরবন আল-মানার মিশনের কর্ণধার আনোয়ার হোসেন কাসেমী বলেন, ‘এক ফোঁটা রক্ত একটি জীবন বাঁচাতে পারে। আমরা চাই, আমাদের সমাজের প্রতিটি মানুষ রক্তদানের মতো মানবিক কাজে এগিয়ে আসুক।’ অন্য প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার জন্য বহু মানুষকে রক্ত দিতে হয়েছে। শহিদ হয়েছেন বহু মানুষ। সেই শহিদের শ্রদ্ধা জানাতে স্বাধীনতার মাসেই রক্তদান শিবির বিশেষ তাৎপর্য বহন করবে।

Post a Comment

0 Comments