সাব্বির শেখ
রাজ্যের সরকার পোষিত হাইমাদ্রাসা, সিনিয়রগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যোগ্যতামান পরীক্ষা গ্রহণ করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই কমিশনের নয়া সদস্যদের নাম ঘোষিত হল। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ড. পিবি সালিম নয়া বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতেই নয়া সদস্যদের নাম ঘোষিত হয়েছে।
![]() |
নতুন সদস্যরা |
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন লস্করকে। এছাড়াও রয়েছেন, ড. নুরুস সাবাহ ইসমাইল নদভী, উত্তর ২৪ পরগনার আসাদুল্লাহ মন্ডল, কলকাতার সরকারি গার্লস জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সৈয়দা শরীকাতুল মওলা আল-কাদরী।
এ দিকে অনেকে প্রশ্ন তুলছেন আদালতের কোনও বিধিনিষেধ না থাকা সত্ত্বেও মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগে ঢিলেমি করছে। এখন দেখার কতটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে মাদ্রাসা সার্ভিস কমিশন।
0 Comments