এসআইআর-এর বিরোধিতায় সংবিধান বাঁচাও গণমঞ্চ

বেঙ্গল মিরর ডেস্ক: দেশের মানুষের উপর আঘাত আসলে বা অধিকার লঙ্ঘিত হলে সংবিধান মেনেই তার বিচার হয়। কিন্তু সংবিধান আক্রান্ত হচ্ছে। দেশের মানুষকে বেনাগরিক করার চেষ্টা চলছে। এইসব রুখতে হবে। আর সেই কাজটা করবে ‘সংবিধান বাঁচাও গণমঞ্চ’। শনিবার সংগঠনের এক আলোচনাসভায় এভাবেই নিজেদের অবস্থান তুলে ধরেন অবসরপ্রাপ্ত বিচারক ও রাজ্য সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ইন্তাজ আলি শাহ। এনআরসি, সিএএ ও এসআইআর নিয়ে আলোচনা করেন বক্তারা। সবাই এসআইআর বা ভোটার তালিকায় সংশোধনের নামে যোগ্যদের নাম বাদ দেওয়া হবে বলে অভিযোগ করেন।

উপস্থিত বিশিষ্টরা

এই আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন বারুইপর মাইনোরিটি কলেজের অধ্যক্ষ ড. নুরুল হক। অন্যদিকে এক প্রশ্নের জবাবে আইনজীবী আনিসুর রহমান বলেন, আমাদের দেশের সংবিধানের উপর আক্রমণ নেমে আসছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের সংবিধানকে বাঁচাতে হবে। জাত-পাত ভুলে দেশকে বাঁচাতে পথে নামবে ‘সংবিধান বাঁচাও গণমঞ্চ’। তিনি আরও বলেন, এসআইআর করার মাধ্যমে প্রান্তিকশ্রেণির মানুষকে আতঙ্কে ফেলে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। জানা গিয়েছে, এই সংগঠন আগামীতে জনসচেতনতা ও আইনি পথে লড়াই করবে। এই সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের ইনচার্জ অধ্যাপক মফিকুল ইসলাম, লেখক আবদুল মোমেন, সমাজকর্মী মোফাক্কেরুল ইসলাম প্রমুখ।

(তথ্যসূত্র– পুবের কলম)


Post a Comment

0 Comments