বেঙ্গল মিরর ডেস্ক: বুধবার রাতে মেটিয়াবুরুজে এনআরসি, সিএএ ও এসআইআর-এর বিরুদ্ধে বিশাল জনসভা হয়। তৌহিদি জনতা সংগঠনের সভায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজন সমবেত হন। ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, সমাজকর্মী মানিক ফকির, রাজীব কান্তি রায়, সৈকত ভট্টাচার্য প্রমুখ। মুহাম্মদ কামরুজ্জামান বলেন, কেন্দ্র সরকার মানুষকে হয়রান করতে চাইছে। আমাদের হি¨ু-মুসলিম খেলার চক্করে পড়ে মূল কথা ভুললে চলবে না যে, বিজেপি-আরএসএস সংবিধানকে শেষ করতে চাইছে।
অন্যদিকে সংগঠনের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম ও সভাপতি মাওলানা হাসিবুর রহমান মফিজুল ইসলাম বলেন, এ লড়াই শুধুই ভোট নয়, অধিকার ও আত্মমর্যাদার জন্য। দল নয়, উম্মাহর স্বার্থই আমাদের পরিচয়। অন্যান্য বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার এসআইআর করার মাধ্যমে ঘুরপথে এনআরসি, এনপিআর করতে চাইছে। এগুলি সাধারণ মানুষকে বিভ্রান্ত ও সংখ্যালঘুদের কোণঠাসা করার চক্রান্ত বলেও অভিযোগ করেন। সংগঠন জানিয়েছে, তাদের লড়াই ধর্মের বিরুদ্ধে নয়, বরং অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে। প্রতিবাদের পাশাপাশি অল ইন্ডিয়া তৌহিদি জনতা সমাজসেবামূলক কাজেও যুক্ত। অন্যদিকে সভায় গঠিত হয় অল ইন্ডিয়া তৌহিদি জনতা-র নতুন ইউনিট কমিটি। নবগঠিত কমিটির চেয়ারম্যান হয়েছেন ড. ইমরান,ভাইস-চেয়ারম্যান শেখ সাদ্দাম হোসেন, সভাপতি বান্টি গাজী, সহ-সভাপতি শেখ আইজুদ্দীন, সেক্রেটারি শেখ সালমান হোসেন, হিসাবরক্ষক এমদাদুল আলী মোল্লা, প্রধান সদস্য হাফেজ শের মুহাম্মদ।
0 Comments