বেঙ্গল মিরর ডেস্ক: প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ে নামকরা প্রতিষ্ঠান হিসেবে স্থান করেছে আকাশ।এই সংস্থার তরফে ক্লাস ৫ থেকে ১২-র ছাত্রছাত্রীদের জন্য ১০০% পর্যন্ত স্কলারশিপ (মোট ₹২৫০ কোটি টাকা) আর ক্যাশ অ্যাওয়ার্ড (₹২.৫ কোটি টাকা) ঘোষণা করা হয়েছে। আকাশ এডুকেশনাল সার্ভিসেস নিয়ে এসেছে আকাশ ইনভিক্টাস অ্যাস টেস্ট, স্কলারশিপ ও ইনভিক্টাসে ভর্তি হওয়ার সুযোগের জন্য। এন্থে পরীক্ষা ২০২৫ সালের ৪ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইন মোডে অনুষ্ঠিত হবে। ক্লাসরুম, আকাশ ডিজিটাল এবং ইনভিক্টাস কোর্সের জন্য স্কলারশিপ দেওয়া হবে। গত বছর ১০ লক্ষাধিক (১ মিলিয়নের বেশি) শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
![]() |
রয়েছেন কর্মকর্তারা |
জানা গিয়েছে, NEET UG, JEE Main ও Advanced-এর অনেক টপার (যেমন NEET ২০২৫-এর শীর্ষ ১০০-র মধ্যে ২২ জন এবং JEE Advanced-এর টপ ১০০-র মধ্যে ১০ জন) এন্থে-র মাধ্যমেই তাদের যাত্রা শুরু করেছিলেন। আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড নতুনভাবে আকাশ ইনভিক্টাস এস টেস্টও চালু করেছে, যা ক্লাস ৮-১২-এর শিক্ষার্থীদের জন্য অগ্রিম JEE প্রস্তুতির জাতীয় স্তরের স্কলারশিপ পরীক্ষা। এটি ২৪, ৩১ আগস্ট এবং ৭ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশন চলছে; শিক্ষার্থীরা অথবা অভিভাবকরা https://anthe.aakash.ac.in/home-এ অনলাইনে আবেদন করতে পারেন অথবা শহরের কাছাকাছি আকাশ ইনস্টিটিউট সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন। সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন সংস্থার কর্মকর্তারা।
0 Comments