আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড উদযাপন করছে এন্থে-র ১৬ বছর

বেঙ্গল মিরর ডেস্ক: প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ে নামকরা প্রতিষ্ঠান হিসেবে স্থান করেছে আকাশ।এই সংস্থার তরফে ক্লাস ৫ থেকে ১২-র ছাত্রছাত্রীদের জন্য ১০০% পর্যন্ত স্কলারশিপ (মোট ₹২৫০ কোটি টাকা) আর ক্যাশ অ্যাওয়ার্ড (₹২.৫ কোটি টাকা) ঘোষণা করা হয়েছে। আকাশ এডুকেশনাল সার্ভিসেস নিয়ে এসেছে আকাশ ইনভিক্টাস অ্যাস টেস্ট, স্কলারশিপ ও ইনভিক্টাসে ভর্তি হওয়ার সুযোগের জন্য। এন্থে পরীক্ষা ২০২৫ সালের ৪ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইন মোডে অনুষ্ঠিত হবে। ক্লাসরুম, আকাশ ডিজিটাল এবং ইনভিক্টাস কোর্সের জন্য স্কলারশিপ দেওয়া হবে। গত বছর ১০ লক্ষাধিক (১ মিলিয়নের বেশি) শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

রয়েছেন কর্মকর্তারা

জানা গিয়েছে, NEET UG, JEE Main ও Advanced-এর অনেক টপার (যেমন NEET ২০২৫-এর শীর্ষ ১০০-র মধ্যে ২২ জন এবং JEE Advanced-এর টপ ১০০-র মধ্যে ১০ জন) এন্থে-র মাধ্যমেই তাদের যাত্রা শুরু করেছিলেন। আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড নতুনভাবে আকাশ ইনভিক্টাস এস টেস্টও চালু করেছে, যা ক্লাস ৮-১২-এর শিক্ষার্থীদের জন্য অগ্রিম JEE প্রস্তুতির জাতীয় স্তরের স্কলারশিপ পরীক্ষা। এটি ২৪, ৩১ আগস্ট এবং ৭ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশন চলছে; শিক্ষার্থীরা অথবা অভিভাবকরা https://anthe.aakash.ac.in/home-এ অনলাইনে আবেদন করতে পারেন অথবা শহরের কাছাকাছি আকাশ ইনস্টিটিউট সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন। সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন সংস্থার কর্মকর্তারা। 

Post a Comment

0 Comments