বেঙ্গল মিরর ডেস্কঃ বিহারের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে— যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারবেন।
বিশেষ নিবিড় পুনর্বিবেচনা নিয়ে মামলায় এর আগে নির্বাচন কমিশন যুক্তি দিয়েছিল, আধার পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হলেও নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নয়। ফলে এটি ১১টি স্বীকৃত নথির তালিকায় রাখা হয়নি। তবে আদালত জানিয়েছে, পরিচয় ও বসবাসের প্রমাণ হিসেবে আধার আইনগতভাবে স্বীকৃত, তাই এটি গ্রহণ করতেই হবে।
আদালতের নির্দেশ, ২০২৫ সালের ভোটার তালিকায় থাকা কিন্তু খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম জেলা পর্যায়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, সঙ্গে উল্লেখ করতে হবে নাম মুছে দেওয়ার কারণ। এই তালিকা বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে হবে এবং সর্বাধিক প্রচারিত আঞ্চলিক ভাষার পত্রিকায় ছাপাতে হবে। পাশাপাশি দূরদর্শন ও অন্যান্য টিভি চ্যানেল এবং জেলা নির্বাচন আধিকারিকদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও নোটিস দিতে হবে।
পিটিশনারদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, আদালতের এই নির্দেশে বহু মানুষ স্বস্তি পাবেন। অন্তত তাঁরা জানতে পারবেন কেন তাঁদের নাম বাদ গেছে এবং আপিল করতে পারবেন। সিনিয়র আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি আগে থেকেই আধারকে গ্রহণযোগ্য নথির তালিকায় রাখার দাবি তুলেছিলেন। আদালতও উল্লেখ করেছে, আধার নাগরিকত্বের প্রমাণ না হলেও পরিচয়পত্র হিসেবে এটি আইনত বৈধ, তাই বাদ দেওয়া যাবে না। সিনিয়র আইনজীবী শাদান ফরাসতের কথায়, ‘‘আজকের রায়ে ক্ষতিগ্রস্তরা অন্তত ন্যায়বিচারের সুযোগ পাবেন। তাঁরা আধার দিয়েও দাবি জানাতে পারবেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাব।’’
0 Comments