ফিরোজ হোসেনের কবিতা 'তুমি এলে'

 তুমি এলে

-ফিরোজ হোসেন 

প্রতীকী ছবি 


তুমি নেই তাই চাঁদের দেশে অন্ধকার

তুমি নিলেনা খোঁজ তাই

ছেঁড়া তারে অফুরন্ত নৈঃশব্দ ;

এলেনা দুরন্ত পায়ে,

তাই সূর্যমুখী উদাস।


তুমি এলে আকাশ আলো হয়

বাতাসে ফুলেরা দোল খায়

তুমি এলে সারাটা দুপুর পায়ে পায়ে 

কী ভাবে কেটে যায় 


তুমি এলে হাজার চমক

তুমি এলে কাজের পাহাড়

তুমি এলে শিলাবতী নদীতে

হিলহিলে যৌবন বারমাস ।

Post a Comment

0 Comments