বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। সবার নাগরিকত্ব যাচাই করার নামে হেনস্থা, আটক এমনকী, জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে বলেও খবর সামনে এসেছে। এরই প্রতিবাদে সরব হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।
![]() |
মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি |
বৃহস্পতিবার দুপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, উমেশচন্দ্র ব্যানার্জির বাড়ি ও স্বামী বিবেকানন্দের বাড়ি হয়ে মিছিল কলেজ স্ট্রিট পর্যন্ত পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, জেনারেল সেক্রেটারি আশুতোষ চ্যাটার্জি, মিতা চ্যাটার্জি প্রমুখ।
0 Comments