জোর করে বিএলও করার তীব্র প্রতিবাদ শিক্ষকদের

বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্যের বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই। স্বাভাবিকভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এরই মধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলক বুথ লেভেল অফিসার (BLO)-র দায়িত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার স্কুল পরিদর্শকের কাছে পাঠানো এক নির্দেশিকায় একথা উল্লেখ করে বলা হয়েছে, কোনও শিক্ষক ওই দায়িত্ব পালনে অস্বীকার করলে, তা কর্তব্যে গাফিলতি হিসাবে গণ্য এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ দিকে, রাজ্যের বেশ কয়েকটি শিক্ষক সংগঠন এর প্রতিবাদে সরব হয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার অভিযোগ করেছেন, শিক্ষক-শিক্ষিকাদের পঠনপাঠন বহির্ভূত কাজে নিযুক্ত করা হলে পড়ুয়া শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে। রাজ্যের স্কুলগুলিতে প্রচুর পরিমাণে শূন্যপদ থাকায় ক্লাস নেওয়া খুবই মুশকিল হয়ে পড়বে।

Post a Comment

0 Comments