আলিয়ার পার্ক সার্কাস ক্যাম্পাসের জমি-রক্ষায় ছাত্র আন্দোলনের ডাক

বেঙ্গল মিরর ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের পাশেই রয়েছে ফাঁকা জমি। এই জমি বিশ্ববিদ্যালয়েরই। সেখানে হস্টেল, লাইব্রেরি ইত্যাদি তৈরির প্রক্রিয়া শুরু করতে গেলে স্থানীয়রা বাধা দিচ্ছে। তারই প্রেক্ষিতে আন্দোলনের ডাক দিল পড়ুয়ারা। এ নিয়ে গত ০৪ তারিখ মিটিং হয়। পড়ুয়ারা বলছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস সংলগ্ন যে জমি রয়েছে, সেটি দীর্ঘ ছাত্র আন্দোলনের মাধ্যমে অপশক্তির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে দাবি ছিল যে, এই জমিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য হস্টেল, স্টাফ কোয়ার্টার, লাইব্রেরি ও খেলার মাঠ গড়ে তোলা হবে। কিন্তু বহু বছর অতিক্রান্ত হওয়ার পরেও আজ পর্যন্ত কোনও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ শুরু করতে গেলে স্থানীয় কিছু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।এমন পরিস্থিতিতে জমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে একটি অনলাইন মিটিং আয়োজন করা হয়। উক্ত মিটিংয়ে অংশগ্রহণ করেন ২০২১ এর দীর্ঘ আন্দোলনে সক্রিয় ছাত্র প্রতিনিধিগণ এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা।

ফাইল ছবি 

পড়ুয়ারা আরও বলছন, মিটিংয়ে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামী সোমবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে একটি বিক্ষোভ প্রদর্শন করা হবে। একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Post a Comment

0 Comments