বেঙ্গল মিরর ডেস্ক: বুধবার, ২ জুলাই ২০২৫, ভারত সরকারের ডাক বিভাগের উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের রবীন্দ্র অডিটোরিয়ামে।
![]() |
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টরা |
এ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধানশিক্ষক ও সম্পাদক চন্দন কুমার মাইতি স্কুলের জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক বিভাগের জেলা, মহাকুমা এবং ব্লকস্তরের শীর্ষ আধিকারিকবৃন্দ, স্থানীয় পোস্টমাস্টার-সহ অন্যান্য কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ডাক বিভাগের ইতিহাস, সামাজিক দায়িত্ব, আধুনিকীকরণ প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জোগায় এবং ডাক বিভাগের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের এক গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।
0 Comments