বেঙ্গল মিরর ডেস্ক: রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২বি১ মঙ্গলবার একটি বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করে মেট্রোপলিটন হাউজিং সোসাইটিতে। এই রক্তদান শিবিরটি ছিল একান্তভাবে থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার উদ্দেশ্যে, যাঁরা বাঁচার জন্য নিয়মিত রক্ত সঞ্চারের ওপর নির্ভর করেন। যদিও সারা বছরভর ডিস্ট্রিক্টের তরফে এই ধরনের রক্তদান কর্মসূচি পরিচালিত হয়, তবেএই কর্মসূচি ছিল একটি বিশেষ মাইলফলক।২৫ বছরের নিরলস সমাজসেবার এক গর্বিত উদ্যাপন।
![]() |
রক্তদান শিবিরের ছবি। |
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মঞ্জু চামারিয়া, জেলা গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২বি১; পিডিজি কৈলাশ খান্ডেলওয়াল, লায়ন্স ব্লাড ডোনেশন সেন্টারের চেয়ারপার্সন; এবং জেলা ক্যাবিনেট সেক্রেটারিজ নীতু বাইদ ও নিমেশ চাকী। তাঁদের উপস্থিতি স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের মধ্যে এক অনুপ্রেরণা জোগায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মঞ্জু চামারিয়া বলেন, "এই রজতজয়ন্তী শুধুই একটি সময়সীমা নয় — এটি আমাদের স্পর্শ করা হাজারো জীবনের প্রতিফলন। আমাদের অবিচল প্রচেষ্টার মাধ্যমে সমাজে যে স্থায়ী পরিবর্তন এসেছে, তা আজ আমাদের গর্বের কারণ।” অন্যদিকে কৈলাশ খান্ডেলওয়াল বলেন, “২০০০ সাল থেকে আমরা থ্যালাসেমিয়া রোগীদের পাশে রয়েছি। আজ সেই ছোট ছোট শিশুরা বড় হয়ে ডাক্তার হয়েছে — এটি এক আশ্চর্যজনক সহানুভূতির পরম্পরা।”
এই রক্তদান কর্মসূচিতে লায়ন্স সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। রক্তদান ছাড়াও ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতা সেশন এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা। দীর্ঘদিন ধরে নিয়মিত রক্তদানে অংশ নেওয়া দাতাদের ও স্বেচ্ছাসেবকদের সম্মানিত করা হয়।
0 Comments