ভোট–হিংসা: বিজেপিকর্মী খুনে তৃণমূল বিধায়ক পরেশ–সহ ১৮ জনের নামে চার্জশিট

বিশেষ সংবাদদাতা: গত ২০২১-র ভোট-পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, এই চার্জশিটে স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ মোট ১৮ জনের নাম রয়েছে। শুধু তাই নয়, ডাকাবুকো নেতাদের মধ্যে সেই তালিকায় রয়েছেন তৃণমূলের দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দার। গত সোমবার চার্জশিট জমা পড়েছে।

প্রতীকী ছবি

জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। সেই সময় বেলেঘাটায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই প্রথমে একটি চার্জশিট জমা দিলেও তদন্তে উঠে আসে আরও কিছু তথ্য। তার ভিত্তিতেই এদিন অতিরিক্ত চার্জশিট (সাপ্লিমেন্টারি চার্জশিট) জমা পড়ে আদালতে।

সিবিআইয়ের চার্জশিট ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের বিরোধী শিবির। বিজেপি দাবি করেছে, "তৃণমূল সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরীহ কর্মীদের উপরে হামলা চালিয়েছিল। এখন একে একে সব সত্যি বেরিয়ে আসছে।" তৃণমূল কংগ্রেস অবশ্য গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছে। শাসক দলের দাবি, "২০২১-র হিংসা নিয়ে বিজেপি শুরু থেকেই মিথ্যা প্রচার চালাচ্ছে। সিবিআইকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত করানো হচ্ছে। এটা কোনও চার্জশিট নয়, রাজনৈতিক লিফলেট। আদালতে আমরা উপযুক্ত জবাব দেব।" তবে রাজনৈতিক চাপানউতোরের মাঝে ফের একবার অভিজিৎ সরকারের পরিবারের চোখে ভেসে উঠছে ন্যায়বিচারের আশা।

Post a Comment

0 Comments