আসিফ রেজা আনসারী
বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের উপর নির্যাতনের খবর আসছে। সবার নাগরিকত্ব যাচাই করা ও 'বাংলাদেশি' দাগিয়ে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হচ্ছে। এমন ঘটনার প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন বা মিম। মঙ্গলবার দুপুরে শিয়ালদহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল হয়। প্রায় হাজার খানেক মানুষ পথে নেমে প্রতিবাদে সরব হন। মিছিলে উপস্থিত ছিলেন মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, কলকাতা জেলা সভাপতি নাফিস আনসারী, রাজ্য মহিলা নেত্রী সীমা ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা সাধারণ সম্পাদক মাওলানা আবু সিদ্দিক লস্কর প্রমুখ।
![]() |
ছবি নিজস্ব |
এ নিয়ে মাওলানা আবু সিদ্দিক লস্কর বলেন, আমরা বিশ্বাস করি দেশের সংবিধান মেনে যেকোনো রাজ্যে মানুষের কাজের অধিকার দেবে রাষ্ট্র। কিন্তু দেখা যাচ্ছে, বাংলা ভাষায় কথা বলার জন্য মানুষকে টার্গেট করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে এগুলি বেশি হচ্ছে। আমরা এইসব ঘটনার প্রতিবাদে মিছিল করেছি। তিনি আরও বলেন, রাজ্যের জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সব মানুষের স্বার্থে নির্বাচনে লড়াই করতে চাই। মানুষের আস্থা অর্জনের জন্য জনসংযোগ শুরু হয়েছে। বাঙালি আবেগ ও বঞ্চনাকে হাতিয়ার করা হবে।
0 Comments