ভিনরাজ্যে আক্রান্ত বাঙালি শ্রমিক, প্রতিবাদে শহরে মিছিল আইএসএফ-এর

বেঙ্গল মিরর ডেস্ক: ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা, অত্যাচার বন্ধ ও তাদের নিরাপত্তা প্রদানের দাবিতে বৃহস্পতিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কলকাতার রাস্তায় এক বিশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে দলের পক্ষ থেকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। মিছিলের পুরোভাগে ছিলেন আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ দলের রাজ্য নেতৃত্ব। প্রতিনিধিদলে ছিলেন আইএসএফের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিক, রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর, পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য তাপস ব্যানার্জি, লেবার ফ্রন্টের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব লস্কর।

বক্তব্যরত বিধায়ক নওসাদ সিদ্দিক

এ নিয়ে প্রতিনিধিদলের পক্ষে সামসুর আলি‌ মল্লিক বলেন, শ্রমমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। তিনি আইনী সহায়তার বিষয়ে সদর্থক ভূমিকা নেবেন বলেছেন। এর আগে, বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বিধায়ক নওসাদ সিদ্দিকী প্রস্তাব রেখেছিলেন যে পরিযায়ী শ্রমিকরা দুর্ঘটনার কবলে পড়লে বা মারা গেলে তাদের আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারকে করতে হবে এবং দায়িত্ব নিয়ে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। সেই বিষয়ে রাজ্য সরকার বেশকিছু প্রস্তাব মেনেছে বলে জানা গেছে। নোডাল অফিসার নিয়োগের বিষয়ে সরকারের বক্তব্য, একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই‌ অফিসারের সঙ্গেও মন্ত্রীর উপস্থিতিতে প্রতিনিধি দল কথা হয়েছে। একটি টোল ফ্রি নম্বর চালু হয়েছে, কিন্তু সেটি আপাতত ২৪ ঘন্টা চালু নেই।‌ সেটি ২৪ ঘন্টা চালু করার প্রতিশ্রুতি মন্ত্রী দিয়েছেন।‌ পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সামসুর মল্লিক জানান, টোল ফ্রি নম্বর ব্যবহারের জন্য আইএসএফের পক্ষ থেকে পরে পরিযায়ী শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রতিনিধিদলের পক্ষ থেকে মালদার নিহত শ্রমিক আফরাজুল সেখের মেয়ের চাকরি যাতে স্থায়ী সরকারী চাকরি হয়, সেই বিষয়ে মন্ত্রীকে বিশেষভাবে উদ্যোগ নিতে বলেছে। আফরাজুলের আরো একটি মেয়ে রয়েছে, তারও কর্ম সংস্থান করার কথা বলা হয়েছে। আক্রান্ত শ্রমিক যারা রাজ্যে ফিরে আসছেন, তাদের আইনী সহায়তার কথা বলা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য আব্দুল মালেক‌ মোল্লা, কুতুবুদ্দিন পুরকাইত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments