কসবা-কাণ্ড: প্রশ্নবিদ্ধ বিজেপির ফ্যাক্ট-ফাইন্ডিং টিম

আসিফ রেজা আনসারী

কলকাতার কসবা এলাকার এক ল' কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। কলকাতার বাইরে এই বিদ্রোহের আঁচ দিল্লি পর্যন্ত পৌঁছেছে। জাতীয় মহিলা কমিশনের তরফে একদিকে যেমন রিপোর্ট তলব করা হয়েছে, একইসঙ্গে বিজেপির একাধিক নেতা এই ঘটনা নিয়ে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। শুধু তাই নয়, দেশের নানা প্রান্ত থেকে এক ডজন নেতাকে ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের সদস্য করে কলকাতা পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এই ঘটনায় নিয়ে তীব্র কটাক্ষের বাণ ছুড়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিজেপির মধ্যে দ্বিচারিতার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এ নিয়ে কংগ্রেসের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

কংগ্রেসের প্রেস বিজ্ঞপ্তি ও তৃণমূলের পোস্টার

শুভঙ্কর সরকার বলেন, সাউথ ক্যালকাটা ল' কলেজের গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির প্রেরিত 'ফ্যাক্ট-ফাইন্ডিং টিম'- এর অন্যতম সদস্য, এক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে ঘটা সেই রাজ্যে নারী নির্যাতনের প্রভূত ঘটনার কথা সকলেই জানেন এবং সেই ব্যক্তির বিরুদ্ধে 'ডোমেস্টিক ভায়োলেন্স'- এর নানা অভিযোগ সহ নানা নারী বিদ্বেষী কুমন্তব্যের অভিযোগ সামনে এসেছে! 

 এই ধরনের মনুবাদী চিন্তা - ভাবনার লোকজন যাঁরা, তাঁরা সামাজিক ক্ষেত্রে কীভাবে গণধর্ষণের মতো ঘটনার কারণ খুঁজে পাবেন? আমরা মনুবাদী বিজেপি ও আর.এস.এস - এর এই দ্বিচারিতামূলক রাজনীতির তীব্র নিন্দা করছি। আমরা বারম্বার বলছি, আর.জি.কর কান্ড থেকে শুরু করে কসবা কান্ড - তৃণমূল সরকার তার দায় এড়িয়ে যেতে পারেনা এবং শাসক দলের প্রত্যক্ষ মদতেই এমন হাড়হিম করা ঘটনা ঘটে চলেছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন ঘটনা পাশাপাশি ঘটে চলেছে। কিছুদিন আগে বিজেপি শাসিত ওড়িশাতে এমন হাড়হিম করা গণধর্ষণের ঘটনা ঘটেছে। তাই পশ্চিমবঙ্গে 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' পাঠানোর কোনো নৈতিক অধিকার বিজেপির নেই।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ একাধিক নেতার নানা সময়ের মন্তব্য নিয়ে একটি কোলাজ ফেসবুকে পোস্ট করা হয়েছে। তাতে বিজেপি নেতাদের দ্বিমুখী আচরণের অভিযোগ তোলা হয়েছে। 

Post a Comment

0 Comments