কলকাতার মৌলালী যুবকেন্দ্রে হুল দিবস উদযাপন

বেঙ্গল মিরর ডেস্ক : আমাদের দেশ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্বাধীনতা সংগ্রাম হয়েছে একসময়। তারমধ্যে অন্যতম সাঁওতাল বিদ্রোহ। ৩০ জুন ছিল সেই সাঁওতালের দ্বারা বিদ্রোহের বড় ঘটনা হুল উৎসবের ১৭০তম বার্ষিকী। এ দিন গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে হুল দিবস পালিত হল কলকাতার মৌলালী যুবকেন্দ্রে। আয়োজন করেছল সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি ও সংগ্রামী আদিবাসী মঞ্চ। এ দিন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। শহিদ সিধু-কানু মুর্মুদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সভা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা

সভায় সভাপতিত্ব করেন সুধীর সরদার, সভা পরিচালনা করেন সুবল সরদার। প্রত্যেক বক্তা আদিবাসীদের স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ১৮৫৫ সালের ৩০ জুন হাজার হাজার আদিবাসী মানুষ বিদ্রোহের ঝান্ডা তুলে সশস্ত্র প্রতিরোধে নেমেছিলেন। এ দিন বক্তাদের মধ্যে দানিয়েল টুডু, মানবাধিকার কর্মী ছোটন দাস, গালিব ইসলাম, ডা.  সিদ্ধার্থ গুপ্ত, কার্তিক হাঁসদা, হোসেন গাজী, নেপাল সিং এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments