সুমন মন্ডল
আইন থাকলেও অনেকেই তা মানতে চান না। ফলে বিপদ ঘটে। অগ্নিকাণ্ড নিয়ে এমনই মনে করছে বিশেষজ্ঞমহল। তাই এবার আইন প্রয়োগ ও নিয়ম তৈরিতে সতর্ক হতে চাইতে প্রশাসন। সাম্প্রতিক শহরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা রুখতে এবং সেইসঙ্গে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে জোরদার করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠিত হয়েছে। সেই টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা মন্ত্রীদের নিয়ে এ দিন পুর-ভবনে বৈঠক করেন ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন রজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আবাসন, বিদ্যুৎ, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ।
জানা গিয়েছে, বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের সচিব, ডিজি ফায়ার, কলকাতা ও রাজ্য পুলিশের কর্তারা অংশ নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ মতো অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজাতে ও অগ্নি নির্বাপণের মত ঘটনা রুখতে একটি মান্যবিধি শীঘ্রই তৈরি করা হবে। মান্যবিধি তৈরির কাজ অনেকটা এগিয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী দ্রুত মান্যবিধি তৈরির যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের প্রেক্ষিতে শীঘ্রই মান্যবিধি তৈরি করে তা প্রকাশ্যে আনা হবে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন।আইন মানার বিষয়ে কড়াকড়ি থাকবে বলেও খবর।
0 Comments