বেঙ্গল মিরর ডেস্ক: বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিশেষ নজর দিচ্ছে। তাই একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। কিন্তু অনেক ছোট ছোট সংস্থা বেশ কিছু বিষয়ে সমস্যার মুখে পড়ছে। সেই সমস্যা কাটিয়ে ওঠা, পরিস্থিতির মোকাবিলা ও ব্যবসাকে বড় করে তোলার উপায় নিয়ে বিশেষ আলোচনাসভা হয় শহরে। বৃহস্পতিবার ‘এমএসএমই স্ট্যান্ডার্ডাইজেশন ও সার্টিফিকেশন’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে প্রগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেড। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্লাব ভার্দে-তে।
![]() |
ছবিতে রয়েছেন সংস্থার সিইও এবং অন্যান্যরা |
সেমিনারে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেডের সিইও সুবীর রায় চৌধুরী, সংস্থার ডিরেক্টর ও চিফ অফ ডিস্ট্রিবিউশন মৌমিতা রায় চৌধুরী। প্রথমে বক্তারা আলোচনা করেন। আলোচনায় উঠে আসে কোনও পণ্যের গুণমান নির্ধারণ, মান বজায় রাখা এবং সরকারি স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশনের গুরুত্ব কতটা। এই প্রক্রিয়াগুলি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে টেকসই করে তোলে এবং প্রতিযোগিতামূলক শক্তি বাড়ায়। সুবীর রায় চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি হল এমএসএমই খাত। মানোন্নয়ন শুধুমাত্র পণ্যের গুণমান বাড়ায় না, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষমতাও বৃদ্ধি করে। অন্যদিকে মৌমিতা রায় চৌধুরীর কথায়, সরকারি নীতির সহায়তা, শিল্প সংস্থাগুলির সহযোগিতা ও সচেতনতাই এমএসএমই’কে আরও দক্ষ ও স্বনির্ভর করে তুলতে পারে।
0 Comments