বাংলাভাষীদের আক্রমণ, ১৬ তারিখ পথে নামছেন মমতা

বেঙ্গল মিরর ডেস্ক: সাম্প্রতিক সময়ে বারবার খবরের শিরোনামে উঠে আসছে বিজেপি–শাসিত রাজ্যে কাজ করতে যাওয়া বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার কথা। সবাইকে বাংলাদেশি তকমা দিয়ে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ উঠেছে । এই অবস্থায় রাজপথে নেমে সরাসরি এই ঘটনার প্রতিবাদ করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় । 'বাঙালিদের হেনস্তা'র প্রতিবাদে আগামী বুধবার অর্থাৎ ১৬ জুলাই রাজপথে নেমে প্রতিবাদ করবেন তিনি । মাতৃভাষাকে অপমানের অভিযোগে তিনি মিছিল করবেন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ৷ রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

প্রতীকী ছবি

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, "আগামী বুধবার দুপুর একটায় এই মিছিল সংঘটিত হবে । কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল । হাওড়া, কলকাতা, সল্টলেক-সহ বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা এই মিছিলে যোগ দেবেন । অবশ্যই এই মিছিলের মধ্যমণি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।" চন্দ্রিমা আরও বলেন, "বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াতে আগেও এভাবে সক্রিয় হয়েছেন তৃণমূল সুপ্রিমো । এবারও তার ব্যতিক্রম হবে না । এই দিনে বাঙালিদের হেনস্তার প্রতিবাদ করবে গোটা বাংলা । ওইদিন এই কেন্দ্রীয় মিছিল বাদে জেলায় জেলায় মিছিল হবে দুপুর দুটো থেকে চারটে ।"

Post a Comment

0 Comments