ওড়িশায় পরিযায়ীদের নির্যাতন, উৎকল ভবনের সামনে বিক্ষোভ

বেঙ্গল মিরর ডেস্ক: ভিনরাজ্যে কর্মরত বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে কাগজপত্র যাচাই, আটক রাখা ও বাংলাদেশে ঠেলে দেওয়ার বিরুদ্ধে সরব হল সিপিআইএমএল লিবারেশন। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্যি কমিটি বুধবার মৌলালি থেকে মিছিল করে ওয়েলিংটন স্কোয়ারের সামনে উৎকল ভবনে যায়। একটি পথসভাও হয়। এরই মধ্যে সিপিআইএমএল লিবারেশনের তিনজন উৎকল ভবনে স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধিদলে ছিলেন বাসুদেব বোস, সজল অধিকারী ও চন্দ্রাস্মিতা চৌধুরী।

নিজস্ব ছবি। ইনসেটে স্মারকলিপি

পথসভায় তমাল চক্রবর্তী বলেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সঠিক তথ্য নেই। শুধুই মিথ্যাচার করছে বিজেপি। তিনি ওড়িশা সরকারের সমালোচনা করে বলেন, পুরীর মন্দিরে পর্যটক ডাকবে আর বাঙালি পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করবে, একইসঙ্গে দুটো চলতে পারে না। অন্যদিকে, মলয় তিওয়ারি বলেন, পরিযায়ীদের জন্য রাজ্যকেও দায় নিতে হবে। কোন কোন রাজ্যে কি কি নির্যাতন চলেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এসটি বা এসসিদের মতো পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য কেন্দ্রকে আইন আনতে হবে বলেও তোলেন মলয় তিওয়ারি।

Post a Comment

0 Comments