বেঙ্গল মিরর ডেস্ক: গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবি এবং জনমত গড়ে তুলতে বিশেষ কর্মসূচি ঘোষণা করল সিপিএম। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ‘গাজার জন্য নীরবতা’ নামক বিশ্বব্যাপী প্রতিবাদের ডাককে সমর্থন জানিয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে ৯টা ৩০ পর্যন্ত আধঘণ্টার জন্য মোবাইল ফোন বন্ধ রাখার আহ্বান ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীকী প্রকাশ বলে উল্লেখ করে প্রেস বিবৃতি দিয়েছে সিপিএম। দলের তরফে বলা হয়েছে, সম্প্রতি রাষ্ট্রসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছে কিভাবে একাধিক বহুজাতিক সংস্থা গাজায় ইজরায়েলের আগ্রাসনে সহায়ক ভূমিকা পালন করছে। এই সংস্থাগুলোর এই ঘৃণ্য ভূমিকা প্রকাশ্যে আনতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে।'
সিপিএমের বক্তব্য, 'এই কর্পোরেট সংস্থাগুলো আমাদের ডিজিটাল ডিভাইসের ব্যবহার ও সক্রিয়তা থেকে মুনাফা অর্জন করে, এমনকি এরা গণহত্যাকেও প্রশ্রয় দেয়। প্রতিদিন নির্ধারিত সময়ে আধঘণ্টার জন্য মোবাইল বন্ধ রাখাটা ছোট হলেও এক শক্তিশালী ডিজিটাল প্রতিবাদ'।' আরও বলা হয়েছে, সিপিএম দেশের সমস্ত মানুষকে এই ডিজিটাল প্রতিরোধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে: এই সময় – মোবাইল ফোন বন্ধ করুন এবং যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, লাইক বা কমেন্ট থেকে বিরত থাকুন।
0 Comments