হাওড়ায় গাছ পড়ে মৃত দুই পুরকর্মী, ২০ লাখ করে ক্ষতিপূরণ দাবি কংগ্রেসের

বিশেষ সংবাদদাতা: বুধবার সকাল ৫:৩০ নাগাদ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে ডিউটিরত দুই কর্মী উমেশ মাহাতো ও নুর মুহাম্মদের উপর চেয়ারম্যানের অফিসের সামনে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। তাঁদের মর্মান্তিক মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর দায় সম্পূর্ণভাবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি করল কংগ্রেস। দলের বক্তব্য, কোনও ঝড় জল দুর্যোগ ছাড়াই এই গাছ পড়ে মৃত্যুর ঘটনা কর্পোরেশনের অকর্মণ্যতাই প্রমাণ করে। তাই দাবিপত্র পেশ করেছে কংগ্রেসের শ্রমিক শাখা।

Photo credit: INC team

এ দিন পুরনিগমের চেয়ারম্যান ও কমিশনারের কাছে, মৃত কর্মীদের পরিবারদের ২০ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ, প্রতি পরিবার থেকে একজন করে সদস্যের চাকরি, সমস্ত ন্যায্য পাওনা অবিলম্বে মেটানো, দাহ ও কবরদান অবধি সমস্ত খরচাপাতি এবং পরবর্তীতে যাতে এরকম ঘটনা আর না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাল পশ্চিমবঙ্গ প্রদেশ শ্রমিক ও কর্মচারী কংগ্রেস। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত দাবিদাওয়া না মেটানো হলে বৃহত্তম আন্দোলন শুরু হবে বলে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, রাজ্য প্রশাসনের তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিজে সবার সঙ্গে দেখা করেন বুধবার সকালে।

Post a Comment

0 Comments