কসবা আবহে ছাত্র পরিষদ শুরু করল ‘ছাত্র বন্ধু’ ক্যাম্পেইন

বেঙ্গল মিরর ডেস্ক: আর জি কর থেকে কসবা, অনেক জায়গায় দেখা যাচ্ছে নারীরা নির্যাতিত। এইসব বিষয় নিয়ে পড়ুয়াদের কথা শুনতে এবং পাশে থাকতে বিশেষ ক্যাম্পেইন শুরু করছে কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ছাত্র পরিষদ’। মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলন হয়। সেই সম্মেলনে নেতৃত্ব দেন রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী। এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার নৈরাজ্য, আইন-শৃঙ্খলার অবনতি এবং একের পর এক ভয়াবহ ঘটনার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। এই প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্র পরিষদ নতুন এক বিশেষ উদ্যোগের ঘোষণা করে। যার নাম দেওয়া হয়েছে ‘ছাত্র বন্ধু’ ক্যাম্পেইন।


জানা গিয়েছে, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হল কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা সরাসরি শুনে সমাধানের পথ খোঁজা ও আইনী সহযোগিতা করা এবং অরাজনৈতিকভাবে ছাত্রসমাজের পাশে দাঁড়ানো। প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, এই মুহূর্তে রাজ্যের কলেজগুলিতে ভয়, হুমকি আর দলীয় হস্তক্ষেপের মধ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হচ্ছে। এই অবস্থায় চুপ করে থাকা চলবে না। ‘ছাত্র বন্ধু’ হবে তাদের একমাত্র ভরসা, এক নির্ভরযোগ্য শক্তি।

Post a Comment

0 Comments