আদিত্য অ্যাকাডেমির গ্র্যান্ড ইউনিভার্সিটি ফেয়ারে ৪০টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

বেঙ্গল মিরর ডেস্ক: আদিত্য অ্যাকাডেমি গ্রুপ অফ স্কুলস তাদের বারাসাত ক্যাম্পাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সফলভাবে আয়োজন করল এক বিশাল ইউনিভার্সিটি ফেয়ার। শনিবার এই অনুষ্ঠানে অংশ নেয় ৪০টিরও বেশি নামী-দামি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানও ছিল—এটি ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে যেখানে তারা সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে। ক্রেয়া ইউনিভার্সিটি, আহমেদাবাদ ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা, বেনেট ইউনিভার্সিটি ও জেআইএস গ্রুপ ইউনিভার্সিটির মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলি এই ফেয়ারে অংশ নেয়। ছাত্রছাত্রীদের সঙ্গে তারা সরাসরি কথা বলেন, কোর্স, ভর্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা দেন।

ছবি নিজস্ব 

এ নিয়ে আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য বলেন, “এই ফেয়ার শুধুমাত্র ভর্তি প্রক্রিয়ার জন্য নয়—এটি আমাদের ছাত্রছাত্রীদের স্বপ্নকে জাগিয়ে তুলবার একটি প্রয়াস। আমরা চাই ওরা যেন বিশ্বদরবারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জায়গা তৈরি করতে পারে।” অন্যদিকে, টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধুরী, অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থেকে এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে, “এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চশিক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করে এবং আত্মবিশ্বাস জোগায়।”

আদিত্য গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিসেস রোশনি আদিত্য বলেন, “ছাত্রছাত্রীদের যদি শুরুর দিক থেকেই বিভিন্ন উচ্চশিক্ষার বিকল্প সম্পর্কে অবগত করা যায়, তাহলে তারা আরও বড় স্বপ্ন দেখতে শেখে এবং সেগুলোর জন্য সঠিকভাবে পরিকল্পনা করতে পারে। আজকের ফেয়ারে এতগুলি প্রতিষ্ঠানের অংশগ্রহণ আমাদের শিক্ষার মান এবং দায়বদ্ধতারই প্রতিফলন।” আদিত্য অ্যাকাডেমি গ্রুপের অনারারি ডিরেক্টর – স্কুল এডুকেশন, মিসেস সবিতা সাহা বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ভালো ফল নয়, বরং ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশে সাহায্য করা। এই ইউনিভার্সিটি ফেয়ার তাদের ভবিষ্যৎ পথ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

প্রসঙ্গত, এই ফেয়ার ছিল এক নিঃসন্দেহে সফল উদ্যোগ, যেখানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। আদিত্য অ্যাকাডেমি আবারও প্রমাণ করল যে, তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Post a Comment

0 Comments