শুরু হল আরবি নববর্ষ, ১০ মুহাররম বা আশুরা ৬ জুলাই

বেঙ্গল মিরর ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ভারতীয় উপমহাদেশে আরবি নতুন বছর। প্রথম মাস মুহাররম শুরু হয় এ দিন। কলকাতা সহ বিভিন্ন এলাকায় চাঁদ দেখা গিয়েছে। এ নিয়ে বিশেষ ঘোষণা দিয়েছে কলকাতার মসজিদ এ নাখোদা মারকাজি রুহিয়াত এ হিলাল কমিটি।

নাখোদা মসজিদের নোটিশ

এই চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, '১৪৪৭ হিজরি মুহাররম মাসের চাঁদ দেখা গিয়েছে। ইনশা আল্লাহ ইয়াউম-এ আশুরা (রবিবার) পালন করা হবে ৬ জুলাই ২০২৫'। এই ঘোষণা করেছেন মসজিদ-এ নাখোদা মারকাজী রুহিয়াত-এ হিলাল কমিটির আহ্বায়ক নাসের ইব্রাহিম।

Post a Comment

0 Comments