বেঙ্গল মিরর ডেস্ক: পাকিস্তান যে নিয়ম মানে না। তারা যে ইচ্ছাকৃত হামলা চালিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ চাইছে তা ফের প্রমাণিত। শনিবার বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার পরই ফের ভারতে হামলা চালায় পাকিস্তান। আমেরিকার মধ্যস্থতায় ভারত শান্তির জন্য সংঘর্ষবিরতিতে সায় দিয়েছিল। কিন্তু দেখা গেল তারা অন্যায়ভাবে ফের হামলা চালিয়েছে। খবরে প্রকাশ, কাশ্মীরের একাধিক এলাকায় লাগাতার গোলা-গুলির আওয়াজ পাওয়া গিয়েছে। এমনকী, বেশ কিছু এলাকা ব্লাক-আউট করা হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানকে সঙ্গে-সঙ্গে যোগ্য জবাব দিয়েছে বিএসএফ।
বিএসএফ-এর জম্মু ডিভিশন থেকে জানা যাচ্ছে, পাকিস্তানের গোলায় শহিদ হয়েছেন এক বিএসএফ আধিকারিক। বিএসএফ সূত্রে খবর, এ দিন জম্মুর আরএস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গোলাগুলি চালায় পাকিস্তান। সেই সময় সামনে থেকে আধা সেনা নেতৃত্ব দিচ্ছেলেন সাব-ইন্সপেক্টর মুহাম্মদ ইমতিয়াজ। তখনই পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ হন তিনি। সংঘর্ষ বিরতির কথা থাকলেও কেন হামলা করল পাকিস্তান তা নিয়ে প্রশ্ন উঠছে। দেশের সুরক্ষার জন্য ভারত সরকার যে পরিস্থিতি মোকাবিলায় তৈরি তা নিয়ে সবাই নিশ্চিত। তাই পালটা দিয়েছে ভারতীয় সেনা।
0 Comments