পাকিস্তানের পতাকা ও ভারত বিরোধী স্লোগান লিখে দাঙ্গার ছক, গ্রেফতার দুই সনাতনী নেতা

বেঙ্গল মিরর ডেস্ক: দেশের অভ্যন্তরে হিন্দু-মুসলমান উত্তেজনার সৃষ্টির চেষ্টার অভিযোগে পাকড়াও হয়েছে দুই সনাতনী সংস্থার নেতা। পুলিশ জানতে পেরেছে, তারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্যেই চেষ্টা করছিল। এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায়। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে উপযুক্ত পদক্ষেপ করা হবে। 

আকাইপুর রেলওয়ে স্টেশন, পাশে পুলিশের ফেসবুক পোস্ট

এ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে। পুলিশ বলছে, গতকাল রাতে গোপালনগর থানার অধীনে আকাইপুর রেলওয়ে স্টেশন পাশের একটি ওয়াশরুমের দেওয়ালে একটি পাকিস্তানি জাতীয় পতাকা আটকানো হয়। তদন্তে জানা গেছে যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। চন্দন মালাকার (৩০) এবং প্রোগ্যাজিত মন্ডল (৪৫ ) নামে দুই স্থানীয় বাসিন্দা যারা একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং সনাতনী একতা মাঞ্চেরও কর্মী। তারা এই ঘটনার কথা স্বীকার করেছে এবং প্রকাশিত হয়েছে যে তারা এই অঞ্চলে ‘হিন্দুস্তান মুরদাবাদ ও পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান লিখে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার জন্য পরিকল্পনা করেছিল। উভয়কে একটি নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে। 

Post a Comment

0 Comments