নয়াদিল্লি, ২১ মে, ২০২৫: হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের (ডিমড ইউনিভার্সিটি) অধ্যাপক অধ্যাপক আলি খানের গ্রেফতারির বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
২০ মে ২০২৫ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রাথমিক পর্যবেক্ষণে জাতীয় মানবাধিকার কমিশন ওই অধ্যাপকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে তাঁর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে। সেই অনুযায়ী কমিশন এই বিষয়ে হরিয়ানা পুলিশের মহানির্দেশকের কাছ থেকে ৭দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে।
এ দিকে শেষ খবরে জানা গিয়েছে, অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্যের জেরে গ্রেফতার হওয়া আশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে বুধবার সুপ্রিম কোর্ট অস্থায়ী জামিন মঞ্জুর করেছে। তবে মামলার তদন্তে স্থগিতাদেশ দিতে আদালত অস্বীকার করেছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন. কে. সিং-এর বেঞ্চ অধ্যাপক মাহমুদাবাদকে জামিনের স্বস্তি দিলেও, তাঁর মন্তব্যের সময় নিয়ে কড়া সমালোচনা করেন। আদালত মন্তব্য করে, “এটি ছিল একটি প্রকার ডগ হুইসলিং” — অর্থাৎ গোপন বার্তা দিয়ে উসকানি দেওয়ার চেষ্টা।
প্রসঙ্গত, মাহমুদাবাদকে ১৮ মে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার হরিয়ানার একটি আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। অধ্যাপক মাহমুদাবাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি অপারেশন সিঁদুর নিয়ে এমন একটি পোস্ট করেন যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ উঠেছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বাক-স্বাধীনতার অধিকার থাকলেও তার অপব্যবহার গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন দেশে সংবেদনশীল পরিস্থিতি চলছে।মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানানো হয়েছে।
0 Comments