জাহানারা খাতুন
এখনও মেয়েরা স্বপ্ন সন্ধানী। স্বপ্ন সফল হওয়াটা এখনও যেন জীবনের উদযাপনের মতোই। আজও যখন মেয়েরা সামাজিক ক্ষোভ, বিচার এবং বাধার অন্ধকার পথে হাঁটছে, সেই গহন অন্ধকারে, স্বপ্নটাকে মুঠিভরে নিয়ে এক টুকরো আলো জ্বালিয়েছে বিপাশা। তার নিজের জন্য। বিপাশার জন্যও এই যাত্রাটা সহজ ছিল না; অসংখ্য বাধার মুখোমুখি হয়েছে সে, কিন্তু তার স্বপ্নই তাকে সে সব বাধা অতিক্রম করার ক্ষমতা দিয়েছে। এই অ্যালবামের মাধ্যমে, বিপাশা তার স্বপ্ন এবং তার সাহস উদযাপন করেছে। এই গান তার জন্য একটা প্রার্থনার মতো। সমাজের ন্যায় বিচার, জীবনের দুঃখ সুখের হিসেবে নিকেশ থেকে অনেক উর্দ্ধে এই অ্যালবামটার পরে বিপাশা বিশ্বাস করতে শুরু করেছে যে বারবার পতনের পরেও উঠে দাঁড়ানো সম্ভব, স্বপ্ন পূরণ সম্ভব। আসলে সবটাই সময়, ধৈর্য, সাহস এবং অধ্যবসায়।
![]() |
ছবি নিজস্ব |
বিপাশা সেন রায়ের প্রথম মিউজিক অ্যালবাম 'তুমসা নাহি হ্যায়' (Tumsa Nahi Hain) -এর আনুষ্ঠানিক প্রকাশ করলেন গায়ক নচিকেতা ও গায়িকা জোজো। বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকের প্রিন্স দ্য ক্লাবে গানটির জমজমাট আনুষ্ঠানিক প্রকাশ হয়। গানটি গেয়েছেন ও অভিনয় করেছেন বিপাশা সেন রায়। মিউজিক ভিডিওতে বিপাশার বিপরীতে অভিনয় করেছেন মনপ্রীত সিং।গানটি লিখেছেন জয় মন্ডল,সংগীত আয়োজন করেছেন আমির আলী। চিত্রগহন করেছেন অনিকেত মুখোপাধ্যায়, কোরিওগ্রাফি করেছেন মুকেশ রায় ম্যাক্স। গানটি দেখা যাচ্ছে বিপাশা সেন রায় (Bipasa Sen Roy) - এর ইউটিউব চ্যানেলে।
প্রসঙ্গত, একটি বহুজাতির সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করলেও সাহিত্য, সংগীতের মত সাংস্কৃতিক অঙ্গনে বিপাশা সেন রায় দীর্ঘদিন ধরে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। আর এই নতুন অ্যালবামে তার সংগীত প্রতিভা এবং অভিনয় দক্ষতা নিপুণভাবে ফুটে উঠেছে। নিঃসন্দেহে দর্শকদের নজর কাড়বে, এটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
0 Comments