হিন্দুস্থান ক্লাবের ম্যারাথন 'রেইজিং দ্য ডাস্ট' সিজন ২ নিয়ে সাংবাদিক সম্মেলন

বেঙ্গল মিরর, ২৬ নভেম্বর ২০২৪: বহু প্রত্যাশিত "হিন্দুস্থান ক্লাব ম্যারাথন – রেইজিং দ্য ডাস্ট"-এর দ্বিতীয় সিজন শুরু হচ্ছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করা হয়। জানা গিয়েছে, রবিবার ৮ ডিসেম্বর ২০২৪-এ অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। কলকাতার প্রাণবন্ত দৌড়ানোর সংস্কৃতিকে উদযাপন করা, শহরের ফিটনেস, ঐক্য এবং উদ্দীপনাকে আরও উজ্জ্বল করে তুলবে বলে আশাবাদী উদ্যোক্তারা। 

সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, দক্ষিণ কলকাতার একটি পরিচিত স্পোর্টস অনুষ্ঠান হিসেবে এই ম্যারাথন প্রতিযোগীরা শহরের ঐতিহ্যপূর্ণ রাস্তা ধরে দৌড়ানোর সময় শহরের আকর্ষণ অনুভব করার এক অনন্য সুযোগ পাবে। অনুষ্ঠানে তিনটি আকর্ষণীয় বিভাগ রয়েছে। প্রথমে ফান রান- ৩ কিমি , টাইমড রান ৫ কিমি এবং ১০ কিলোমিটার। প্রেস কনফারেন্সে ম্যারাথনের বেশ কয়েকটি মূল দিক প্রকাশিত হয় যার মধ্যে রয়েছে অংশগ্রহণকারীদের জন্য এক্সক্লুসিভ টি-শার্ট, সুন্দর ডিজাইনের মেডেল এবং রেস বিবস। 

Team Hindusthan Club 

অনুষ্ঠানটি ক্লাবের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল। যেমন সভাপতি ঋষভ সি. কোঠারি, সেক্রেটারি চন্দ্র শেখর সরদা, স্পোর্টস চেয়ারপার্সন মিসেস স্বাতি বিহানি। এছাড়াও ম্যারাথন অর্গানাইজিং কমিটির সদস্য সৌরভ এম. শাহ , প্রতীক বিহানি, মেহুল দামানি, জিগার মালানি, আনন্দ গোয়েঙ্কা প্রমুখ। 


প্রেস কনফারেন্সে ঋষভ সি. কোঠারি বলেন, 

"হিন্দুস্থান ক্লাব ম্যারাথন শুধুমাত্র একটি দৌড় নয়—এটি হল কমিউনিটি, সুস্থ জীবনযাপন এবং ব্যক্তিগত মাইলফলক উদযাপনের প্রতীক। গত বছর, আমরা প্রায় ১,০০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতি দেখেছি। সিজন ২-এ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি প্রত্যাশার থেকে বেশি কিছু করার, একইসঙ্গে গুণমান বজায় রেখে ম্যারাথন হবে। এই বছর আমরা নতুন বৈশিষ্ট্য সংযোজন করেছি, যেমন ৫ কিমির বিশেষ লুপ এবং বয়সভিত্তিক পডিয়াম, যা অংশগ্রহণকারী সকলের জন্য অন্তর্ভুক্তি এবং আকর্ষণ নিশ্চিত করবে।"  

অন্যদিকে মিসেস স্বাতি বিহানি বলেন, "হিন্দুস্থান ক্লাব ম্যারাথন কলকাতায় অধ্যবসায় ও ফিটনেসের প্রতীক হয়ে উঠেছে। এই বছর, আমরা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য বাড়তি পদক্ষেপ নিয়েছি—সুশৃঙ্খলভাবে ডিজাইন করা রেস কিট থেকে শুরু করে একটি প্রাণবন্ত অনুষ্ঠান-ডে পরিবেশ পর্যন্ত। এই ম্যারাথন আমাদের কমিউনিটিতে যে উদ্দীপনা ও ইতিবাচকতা নিয়ে আসে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।"

Post a Comment

0 Comments