বিশেষ প্রতিবেদন: একটা সময় সেই দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকেছিল। যুদ্ধ ও প্রতিরোধের আগুনে বারবার জ্বলেছে গোটা দেশ। অবশ্য আমেরিকার সৈন্য সরে যাওয়ার পর কাবুলের শাসনভার হাতে নিয়েছে তালিবানরা। মেয়েদের পড়াশোনা, বাইরে বেরনো ইত্যাদি নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকলেও মানুষের হাতে আসছে টাকা। দেশের কোষাগারও ভরছে। এমন একটি অবস্থায় রয়েছে বর্তমানের আফগানিস্তান।
![]() |
প্রতীকী ছবি |
আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখলের তিন বছর পেরিয়ে চারে পা দেবে কিছুদিন পর। একটা সময় নিরাপত্তা ও জনজীবনের নানান প্রশ্ন থাকলেও অর্থনীতি তলানিতে ঠেকেছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে হাল ফিরছে আফগানিস্তানের।
২০২১ সালে ক্ষমতার পালাবদলের পর দেশটিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশটির মুদ্রার বিনিময় মূল্য বেড়েছে, দুর্নীতি কমেছে। শুধু তাই নয়, কর সংগ্রহ বেড়েছে বলেও খবর দিচ্ছে এএফপি। আফগানিস্তানের প্রচুর খনিজ সম্পদ আছে, আছে কৃষিখাতে উন্নয়নের সম্ভাবনা। তালিবানরা সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছে।
তথ্য বলছে, ২০২১ সালে আফগান মুদ্রা আফগানির মূল্য মার্কিন ডলারের হিসাবে ছিল ৮০ টাকার মতো। বর্তমানে তা ৬৮.০৬ হয়েছে। অনেকটা উন্নতি করেছে। শুধু তাই নয়, ভারতীয় টাকার মান দিনের পর দিন কমছে সেই তুলনায় বাড়ছে আফগানির মূল্যমান। ২০২১ সালে মার্কিন ডলারের হিসাবে ছিল ভারতীয় টাকার দাম ছিল ৭৬.৩১ টাকার মতো।বর্তমানে সেটা ৮৪.৪০ পয়সা।
0 Comments