জাহানারা খাতুন
বুধবার বেঙ্গল জাস্টিস ফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ওয়াকফ নিয়ে লালবাজারে অভিযোগ দায়ের করে। সংগঠনের পক্ষে ছিলেন সমাজকর্মী ইমতিয়াজ আহমেদ মোল্লা, ড. শামসুল আলম আলম ও আইনজীবী আশফাক আহমেদ। জানা গিয়েছে, সাম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য এবং ঘৃণাসূচক প্রচারণার বিরুদ্ধেই সংগঠনটি প্রতিবাদ জানিয়ে। অভিযোগ, মিথ্যা প্রচারণা ওয়াকফ বোর্ড ও তার অধীনে থাকা সম্পত্তি সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করে সাম্প্রদায়িক অশান্তি ও বিভ্রান্তির জন্ম দিচ্ছে।
Image from BJF |
বেঙ্গল জাস্টিস ফোরাম লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে একটি অভিযোগ দাখিল করেছে। জানানো হয়েছে, সম্প্রতি ইউটিউব চ্যানেল “The News Bangla”-তে প্রকাশিত একটি ভিডিয়োতে ওয়াকফ সম্পত্তির বিষয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা কথা প্রচার করা হয়েছে। ভিডিয়োতে ওয়াকফ বোর্ডকে দেখানো হয়েছে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রের মতো। বলা হয়েছে, বোর্ড যে কোনও সম্পত্তিকে নিজের দাবি করতে পারে। বেঙ্গল জাস্টিস ফোরামের বক্তব্য, এই ধরনের ভিত্তিহীন ও ঘৃণাসূচক বক্তব্য শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটায় না বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। মানুষকে ভুল পথে চালিত করে। তা্ দাবি করা হয়েছে, অবিলম্বে বিভ্রান্তিকর ও ঘৃণাসূচক ভিডিয়োটি সরিয়ে ফেলা হোক। আরও দাবি, সংশ্লিষ্ট চ্যানেল এবং প্রেজেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যারা মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক বলেও দাবি তোলা হয়েছে।
প্রসঙ্গত, ওয়াকফ হল মুসলিমদের নিজস্ব সম্পত্তি। কেউ চাইলে আল্লাহ্–তায়ালার নামে সম্পত্তি দান করতে পারে। সেই সম্পত্তি মুসলিম ধর্মের জন্য উৎসর্গকৃত, যা ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজে ব্যবহৃত হয়। তাই বেঙ্গল জাস্টিস ফোরাম সকল সচেতন নাগরিকসমাজকে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হওয়া ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
0 Comments