বিশ্ব হার্ট দিবস: হার্টের স্বাস্থ্য সচেতনতা প্রচারে পথে ২০০-র বেশি সাইক্লিস্ট

বেঙ্গল মিরর ডেস্ক: জগন্নাথ গুপ্ত ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল সফলভাবে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি বহুল প্রতীক্ষিত সাইক্লোথনের আয়োজন করে।রবিবারের ওই কর্মসূচিতে হার্টের স্বাস্থ্য এবং শারীরিকভাবে সক্রিয় জীবনধারার গুরুত্ব প্রচার করা হয়েছে। এই বছরের ইভেন্টটি বিশ্বব্যাপী থিম “Use Heart for Action” এর সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠিত হয় এবং ২০০-রও বেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। ভোর সাড়ে পাঁচটায় প্রিন্সেপ ঘাট থেকে শুরু হয়ে কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা যেমন এসপ্ল্যানেড, এক্সাইড, পার্ক সার্কাস এবং গোলপার্ক অতিক্রম করে আবার প্রিন্সেপ ঘাটে এসে সকাল ৬:১০-এ সমাপ্ত হয় সাইক্লোথন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ গুপ্ত ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান কৃষ্ণ কুমার গুপ্ত এবং হাসপাতালের বেশ কিছু বিশিষ্ট ডাক্তার। অনুষ্ঠানটির লক্ষ্য ছিল হার্টের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া এবং মানুষের মধ্যে শারীরিকভাবে সক্রিয় জীবনধারা গ্রহণের বার্তা পৌঁছে দেওয়া, যাতে কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করা যায়, যা বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে একটি।

Photo by Jahanara 

এক প্রশ্নের জবাবে কৃষ্ণ কুমার গুপ্ত বলেন, "এই সাইক্লোথন কেবল একটি জমায়েত নয়; এটি আমাদের হার্টের স্বাস্থ্য সম্পর্কে অঙ্গীকারের একটি দৃঢ় প্রকাশ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, ছোট ছোট পদক্ষেপ যেমন নিয়মিত শারীরিক কার্যকলাপ, হার্টের স্বাস্থ্যের ওপর কীভাবে প্রভাব ফেলতে পারে। আমরা অংশগ্রহণকারীদের এবং সমর্থকদের অবদান সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞ।

অনুষ্ঠান চলাকালীন হাসপাতালের অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি দলও উপস্থিত ছিল, যারা অংশগ্রহণকারী এবং উপস্থিতদের হার্টের স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন। তারা সুষম খাদ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন, যাতে কার্ডিওভাসকুলার স্বাস্থ্য বজায় থাকে। অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও মেডেল দেওয়া হয়।


Post a Comment

0 Comments