ফের চালু বাংলাদেশের ভিসা পরিষেবা, খুশি পর্যটকরা

আসিফ রেজা আনসারী

কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল ছাত্র আন্দোলন দেখেছিল গোটা বাংলাদেশ। পরিস্থিতি এখন মোটামুটি শান্ত। বাংলাদেশে পড়াশোনা করছে বা কাজ করছে এমন ভারতীয়দের বাইরে না বেরোনোর পরামর্শও দিয়েছিল ভারত সরকার। এক সময় অন্য দেশের বাসিন্দাদের বাংলাদেশে যাওয়ার ভিসা প্রদান পর্যন্ত বন্ধ করেছিল হাসিনা সরকার। এখন অবশ্য ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। ফলে সেখানার পরিস্থিতি নিয়ে মানুষের জানার আগ্রহ রয়েছে। তাই এবার খোঁজ নিল পুবের কলম।

প্রশ্ন ছিল বাংলাদেশে যেতে আগ্রহীদের কি ভিসা প্রদান করা হচ্ছে, নাকি এখনও তা বন্ধ রয়েছে? এ নিয়ে পুবের কলম প্রতিবেদক প্রথমে সক্টলেকে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। জানা গিয়েছে, বর্তমানে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত, আগে ডেপুটি হাই–কমিশনের অফিসে গিয়ে সরাসরি আবেদনপত্র জমা করলেই ভিসা প্রদান করা হতো। বর্তমানে সক্টলেকে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হয়। তারপর সেখান থেকেই তা প্রসেস করা হয়। এই অফিস থেকে প্রতিবেদককে জানানো হয়, বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। 


এ দিকে কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ উপ–রাষ্ট্রদূতের অফিসে যান প্রতিবেদক। বাংলাদেশ উপ–রাষ্ট্রদূতের অফিসের প্রেস সচিব রঞ্জন সেন জানান, বর্তমানে ভিসা প্রদান করা হচ্ছে।ভিসা প্রদান বন্ধ হয়ে যাওয়া নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বাংলাদেশের পরিস্থিতি বিষয়টা নয়, আসলে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল সমস্যা ছিল। সার্ভারের সঙ্গে সংযোগ করা যাচ্ছিল না, সেই কারণেই বাংলাদেশের ভিসা পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে ইন্টারনেট চালু আছে, আর সমস্যা নেই।

উল্লেখ্য, ভারত–বাংলাদেশের মধ্যে বাণিজ্য হয়। প্রতিদিনই ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশে রফতানি হয়। এই ব্যবসার সঙ্গে বহু মানুষ জড়িত। এছাড়াও দুই দেশের বিশেষ করে দুই বাংলার মধ্যে ভাষা ও সংস্কৃতির নিবীড় যোগাযোগ আছে। তাই দুই পারের মানুষের মধ্যে আসাযাওয়া লেগেই থাকে। ভিসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ চিন্তার মধ্যে ছিলেন।ভিসা চালু হওয়ার ফের মানুষের আসাযাওয়া হবে।

সৌজন্যে: পুবের কলম 

Post a Comment

0 Comments