মোল্লা জসিমউদ্দিন
শনিবার সারাদেশের পাশাপাশি হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত। মূলত দু'পক্ষের আপসে মিটে যায় সিংহভাগ মামলা।এই আইনী পরিষেবার জন্য কোন আর্থিক খরচ বহন করতে হয় না বিচারপ্রার্থীদের কে। হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল।জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি সর্বমোট ১৮ টি বেঞ্চ বসেছিল,১০,৮০০ টি মত মামলা নথিভুক্ত ছিল, যার সিংহভাগ মিটেছে এবং এইসব মামলার আর্থিক পরিমাণ ৮ কোটির বেশি বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য।
এ দিন হাওড়া জেলা আদালতে ১০ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথের নেতৃত্বে ইউকো ব্যাঙ্ক - আশা ফাইনান্সের ঋণখেলাপীদের শুনানি চলে। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের 'মিডিয়েটর' ও লিগ্যাল রিপোর্টার মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে । অপরদিকে হুগলি জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী মানালী সামন্তের পরিচালনায় শ্রীরামপুর মহকুমা আদালতে সিংহভাগ নথিভুক্ত মামলার নিস্পত্তি ঘটেছে বলে জানিয়েছেন অফিস মাস্টার সাহানা খাতুন।
0 Comments