বেঙ্গল মিরর ডেস্ক: পশ্চিমবঙ্গকে টুকরো টুকরো করে স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনই উদ্বেগ প্রকাশ করেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদম মুহাম্মদ সেলিম। তিনি বলেন, রাজ্যগুলিকে ছোট ছোট টুকরোয় ভেঙে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে এককেন্দ্রিক রাষ্ট্র করতে চায় বিজেপি। এটা আরএসএস-বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক পরিকল্পনার মূল বিষয়। শুধু তাই নয়, সিপিআইএম-এর তরফে মিছিলের ডাক দেওয়া হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে শনিবার বিকালে মিছিল হয়। এ দিন গড়িয়ার সোনার বাংলা মোড় থেকে মিছিল শুরু হয় এবং তা যাদবপুর পর্যন্ত পথ পরিক্রমা করে। সিপিআইএম-এর এই মিছিলে হাঁটেন দলের নেতা সুজন চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ ভট্টাচার্য, সায়ন চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত, বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে সংসদের দুই কক্ষে বিজেপি নেতারা বাংলাকে টুকরো করার পক্ষে বারবার সওয়াল করেছেন। বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, ‘ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাকে নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার প্রয়োজন রয়েছে। এই জেলাগুলিকে ব্যবহার করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে ঢুকছে। এই জেলাগুলিতে অসমের মডেলে এনআরসি যত দ্রুত সম্ভব কার্যকর করা উচিত।’ রাজ্যসভার বিজেপি সাংসদ কোচবিহারের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা অনন্ত মহারাজ বলেছেন, ‘গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য করা হোক’। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজেই জানিয়েছেন যে, তিনি উত্তর পূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিকে মিলিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এইসবের প্রতিবাদে মিছিল করে সিপিআইএম।
0 Comments