লক্ষ্য ২০২৬: মুসলিম ভোট কাটতে বিজেপির সংখ্যালঘু মোর্চার দায়িত্বে আলি হোসেন

আসিফ রেজা আনসারী

বেশ কিছুদিন ধরে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বারবার মুসলিম বিদ্বেষী নানান মন্তব্য করেছেন, এমনই অভিযোগ করা হচ্ছে। তবে তাঁর মন্তব্যকে আমল দিতে চান না কেন্দ্রীয় নেতৃত্ব। সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রকেই বিশ্বাস করে বিজেপি। এমনটাই বলছেন শীর্ষ নেতৃত্ব। আর তাই নিচুস্তরের দাবি মেনে ফের সংখ্যালঘু মোর্চা ফিরল দলে। দীর্ঘদিন ধরে এই পদে কাউকে নিয়োগ করা হয়নি। অবশেষে নতুন করে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতা ঠিক করা হয়েছে। আলি হোসেনকে দায়িত্ব মোর্চার রাজ্য সভাপতি করা হয়েছে। অনেকেই মনে করছেন বিজেপি সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসাতে চাইছে।

ইনসেটে বিজেপির বিজ্ঞপ্তি 

মঙ্গলবার রাজ্য বিজেপির তরফ এক প্রেস বিজ্ঞপ্তিতে সংখ্যালঘু, যুবসহ বিভিন্ন মোর্চার নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। যুব মোর্চার সভাপতি হয়েছেন ডা. ইন্দ্রনীল খান, মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন ফাল্গুনী পাত্র, কিষাণ মোর্চার রাজীব ভৌমিক, ওবিসি মোর্চার সভাপতি হয়েছেন শুভেন্দু সরকার, এসসি মোর্চার সভাপতি সুজিত বিশ্বাস, এসটি মোর্চার দায়িত্ব পালন করবেন খগেন মুর্মু। 

Post a Comment

0 Comments