ডিউটিতে ফাঁকি দিতে ভুয়ো আঙুলের ছাপ দিচ্ছেন চিকিৎসকরা, অভিযোগ

বেঙ্গল মিরর ডেস্ক: অন্যদের চোখে ধুলো দিয়ে ডিউটিতে ফাঁকি দিচ্ছেন চিকিৎসকরা। কিছুদিন আগে বায়োমেট্রিক চালু হয়েছিল সেখানেও ব্যবহার করা হচ্ছে ভুয়ো আঙুলের ছাপ। এমনটাই জানতে পেরেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। চিকিৎসা প্রতিষ্ঠানে আধার নির্ভর হাজিরাতেও জালিয়াতি সামনে এসেছে। চিকিৎসকদের বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর অভিযোগ করছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি। 

জানা গিয়েছে, ভুয়ো আঙুলের ছাপ তৈরি করে মেডিক্যাল কলেজগুলির চিকিৎসকদের একাংশ হাজিরায় ফাঁকি দিচ্ছে। উপস্থিত না হয়েও ভুয়ো আঙুলের ছাপ দিয়ে হাজিরা সুনিশ্চিত করছেন শিক্ষক-চিকিৎসকরা! এবার এইসব চিকিৎসকদের সতর্কবার্তা দিচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এভাবে কি সত্যিই ফাঁকিবাজি চলে? 


হ্যাঁ, চলে মানছে চিকিৎসক সংগঠনগুলিও। শুধু তাই নয়, এনএমসির কাছে অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেছে একটি চিকিৎসক সংগঠন। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা প্রাইভেটে কাজের জন্য এতটাই ব্যস্ত থাকেন যে সরকারি হাসপাতালের কাজে ফাঁকি দেন। একই সময়ে ডিউটিতে ব্যস্ত প্রাইভেট হাসপাতাল বা চেম্বারে থাকলেও সরকারি হাসপাতালে অ্যাটেনডেন্স হয়ে যায়। 

Post a Comment

0 Comments