ভারত সরকারের উদ্যোগে ইফতারের গুরুত্ব নিয়ে আলোচনা

আসিফ রেজা আনসারী 

রোযার সঙ্গে জড়িয়ে থাকা অন্যতম বিষয় বা প্রক্রিয়া হল ইফতার। এ নিয়ে কিছুটা রাজনীতি হলেও ধর্মপ্রাণ মুসলিমদের কাছে ইফতারের গুরুত্ব আছে। সারাদিন না থেকে থাকার পর রোযা ভাঙার নাম ইফতার। ভারতের কোথাও কোথাও মুসলিমদের উপর অত্যাচার বা হিংসার ঘটনা সামনে আসলেও এবার ইফতারের গুরুত্ব নিয়ে আলোচনা ও ইফতার মজলিশের আয়োজন করল ভারত সরকার।ঢাকায় ইফতার মজলিশের আয়োজন করল ভারতীয় হাইকমিশন। তাতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ দেশটির বিশিষ্টজনেরা।


ইফতার অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধনের কথাও উল্লেখ করেন তিনি। ভারতীয় হাইকমিশনার আরও বলেন, এই ইফতার জমায়েত গভীর বন্ধনের প্রতীক, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি নির্মাণ করে। এটি দুই দেশের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধন। একইসঙ্গে উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। বাংলাদেশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মহম্মদ ফরিদুল হক খান।

Post a Comment

0 Comments