ভারতীয় ন্যায়-নীতি মঞ্চের অফিস উদ্বোধন

আসিফ রেজা আনসারী 

বহুদিন ধরে দুস্থ ও অসহায় বাসিন্দাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করছে আসছেন ইয়াসিন ফাউন্ডেশনের কর্ণধার তথা সমাজসেবী হাজি মুহাম্মদ কাওসার আলী মল্লিক। তিনি এবছর পবিত্র রমযান মাস উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার অসহায়-দুস্থ বাসিন্দাদের হাতে ইফতারসামগ্রী হিসেবে ছোলা, চিনি, বেসন, চাল, আটা, খেজুর, আপেল, নাসপাতি মিলিয়ে বিশেষ প্যাকেট প্রদান করেছেন। অসহায়দের ঈদের খুশিকে আরও আন¨ময় করে তুলতে বেনারশী, জামদানি শাড়ি, দামি পাঞ্জাবি, আলিগড় পাজামা ইত্যাদি বস্ত্র দিচ্ছেন। এবার তাঁর সংগঠন ন্যায়-নীতি মঞ্চ-এর অফিস উদ্বোধন হল কলকাতায়। মধ্য কলকাতার ৬ নম্বর রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে ন্যায়-নীতি মঞ্চের অফিস করা হয়েছে। 

নিজস্ব চিত্র 

প্রসঙ্গত, হাজি মুহাম্মদ কাওসার আলী মল্লিক দীর্ঘদিন ধরেই নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তিনি ব্যক্তিগত উদ্যোগেই এই কাজ করে আসছেন। হাতিয়াড়ার বাসিন্দা কওসার ন্যায়-নীতি মঞ্চ নামে সংগঠনের প্রধান। কওসার আলীর মল্লিকের বয়স ৭৪ বছর হলেও তিনি দুর্নীতি, শোষণ ও সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ব্যক্তিত্ব।

Post a Comment

0 Comments