বেঙ্গল মিরর ডেস্ক: বুধবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী তথা বিজেপিনেতা নরেন্দ্র মোদি। এ দিন তিনি সরকারি অনুষ্ঠান ছাড়াও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উজ্জীবিত করেছেন দলের কর্মীদের। আর ঠিক এই দিনেই আক্রান্ত হল রাজ্যের শাসকদল তৃণমূল। অভিযোগ শুভেন্দু অধিকারীর মদতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ এলাকায় তৃণমূল কর্মীদের উপর আক্রমণ নেমে আসে। তৃণমূল দলের তরফে এমনটাই অভিযোগ করা হয়েছে।
Pic: AITC official |
আগামী ১০ তারিখ তৃণমূলের তরফে যে জনগর্জন সভার আহবান করা হয়েছে । সেই সভার প্রস্তুতি মিটিং থেকে ফেরার পথেই তৃণমূল কর্মীরা আক্রমণের শিকার হয়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, আহত তৃণমূল কর্মীদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে । এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে তৃণমূল।
0 Comments