স্কুলের আশেপাশে নিষিদ্ধ সিগারেট–সহ নেশাদ্রব্য, কড়া পদক্ষেপের পথে সরকার

বেঙ্গল মিরর ডেস্ক: স্কুল পড়ুয়া হোক বা তরুণ প্রজন্ম, সকলেই বর্তমানে নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছে। ফলে অনেকের জীবন বিপথগামী হচ্ছে। এর থেকে তরুণ প্রজন্ম, বিশেষ করে স্কুল পড়ুয়াদের বাঁচাতে সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এবার আরও কড়া সিদ্ধান্তের পথে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার এক বিশেষ নোটিশ জারি করে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট–সহ সমস্ত ধরনের নেশাদ্রব্য বিক্রি নিষিদ্ধের কথা ঘোষণা করেছেন সংসদের সভাপতি প্রফেসর ড. চিরঞ্জিব ভট্টাচার্য। 

Representative photo 

এ দিন তিনি একটি নোটিশ জারি করে জানান, ২০২৩ সালে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক যে বিশেষ নির্দেশিকা জারি করে তাতে সমস্ত বিদ্যালয় প্রধানদের জানানো যাচ্ছে, সিগারেট জাতীয় বিভিন্ন দ্রব্য উপর কড়া পদক্ষেপ করতে হবে। ইলেকট্রনিক সিগারেট বা অন্যান্য যে সমস্ত গেজেট স্কুলের আশেপাশের স্টেশনারি দোকানগুলোতে বিক্রি হয়, তা বন্ধ করতে হবে। শুধু সিগারেট নয় এমন জাতীয় ক্ষতিকর জিনিসপত্র যত বিক্রি না হয়, সে বিষয়েও উপযুক্ত পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে সংসদ। আর এই ঘটনাকে স্বাগত জানিয়েছে রাজ্যের প্রধানশিক্ষকদের সংগঠন এএসএফএইচএম। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বহুদিন ধরেই এই আইন রয়েছে। পুলিশের সহযোগিতা না থাকলে এবং সরকারের সদিচ্ছা না থাকলে বাস্তবায়ন করা কঠিন কাজ বিদ্যালয়ের পক্ষে।তাই সবাইকে সচেতন হতে হবে।

Post a Comment

0 Comments