আসিফ রেজা আনসারী
অল্প বয়সে ক্যান্সার হলে অনেকেই ভাবেন, আর পথ নেই বাঁচার। কিন্তু চিকিৎসকরা বলছেন, খুব তাড়াতাড়ি ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে সহজেই এই রোগ থেকে বাঁচা যায়। শুধু তাই নয়, দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করা যায়। এই অসম্ভবকে সম্ভব করে তুলছে রোটারি ক্লাব এবং লাইফ বেয়ন্ড ক্যানসার সংস্থা। তারা দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে। আর এই কাজে প্রয়োজন বিপুল অর্থের। বিশেষ করে গরিব মানুষ যাদের কোনও সামর্থ্য নেই এমন শিশুদেরও দেখভাল করার দায়িত্ব নিয়ে থাকে এই সংস্থা। তাই বিশেষ ফান্ড রাইজিং- এর অনুষ্ঠান হয় কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। বিশেষ সংগীত ও নৃত্যের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট পদ্মশ্রী ডা. রবি কান্নান, বিশিষ্ট সংগীতশিল্পী পদ্মভূষণ উষাউত্থুপ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
![]() |
Photo: Maimun Nisha |
শুক্রবারের এই অনুষ্ঠানে শিশুদের ক্যানসার এবং তার ভবিষ্যৎ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাক্তার কান্নান। এছাড়াও অন্যান্যরা এ বিষয়ের উপর বক্তব্য রাখেন। তারপর সংগীত পরিবেশন করেন উষা উত্থুপ, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতা অবলম্বনে নৃত্যালেখ্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও তার টিম। এছাড়াও ক্যানসার আক্রান্ত শিশুদের নিজস্ব উপস্থাপনাও ছিল মনোমুগ্ধকর। ক্যানসার আক্রান্ত শিশুরা বেশ কয়েকটি গানে নৃত্য পরিবেশন করেন।
![]() |
Photo: Maimun Nisha |
অন্যদিকে সংগীত পরিবেশনের মধ্যেই সবাইকে ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য ফান্ডে দান করার অনুরোধ করেন উষা উত্থুপ। তিনি প্রায় দুই ঘণ্টা গানে-কথায় মাতিয়ে তোলেন রবীন্দ্রসদন অডিটোরিয়াম। তাঁর গানে বহু শ্রোতা নাচতে থাকেন। কেউ কেউ মঞ্চে উঠেও কোমর দোলাতে থাকেন। এদিকে উষা উত্থুপের আহ্বানে সাড়া দিয়ে শ্রোতা-দর্শকরা টাকাও দেন দানবক্সে। পরে সেই টাকা উদ্যোক্তাদের প্রধান পার্থবাবুর হাতে তুলে দেনউষা উত্থুপ।
0 Comments