নেই ন্যাকের অনুমোদন, রাজ্যের ২৭৫টি কলেজে গুণমান ও বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন

অর্পণ বন্দ্যোপাধ্যায়


২০২২ সাল থেকে প্রায় তিনবার কলেজগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যাতে তারা ন্যাকের পরিদর্শনের জন্য আবেদন করে। কিন্তু সেই আদেশ অমান্য করায় সমস্যায় পড়তে চলেছে রাজ্যের ২৭৫ টি কলেজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC সাম্প্রতিক একটি নির্দেশিকায় (কলেজগুলিকে 'fitness for colleges for receiving fund ' প্রকাশিত খসড়ায়) জানিয়েছে, যে সমস্ত কলেজে 'ন্যাক'এর পরিদর্শন হয়নি সেই কলেজগুলিতে অনুদান আটকানো হবে। ইউজিসি-র তরফ থেকে এই নির্দেশিকা সামনে আসার পর থেকেই সমস্যায় পড়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। কারণ অনুদান প্রসঙ্গে রাজ্যের কলেজগুলিকে ইউজিসি-র ওপর অনেকটাই নির্ভর করতে হয়।

Representative image

      এই তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসেছে উচ্চশিক্ষা দফতর। , দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা IIQA র অনলাইন সাইটে আপলোড করছেন কলেজের সমস্ত তথ্য, ন্যাকের সেভেন পয়েন্ট ক্রাইটেরিয়ায় কিংবা পর্যাপ্ত নম্বর তুলতে কোথায় সমস্যা হচ্ছে, ছাত্রছাত্রীদের মুলায়ন পদ্ধতি কিভাবে করতে হবে। এই জরুরি পর্যায়ে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উচ্চশিক্ষা দফতর সূত্রে। তবে ২০২২ সাল থেকে তিনবার নির্দেশ আশার পরও কিভাবে এই গাফিলতি হল সেই নিয়েই উঠছে প্রশ্ন। যার জন্য সংকটের মুখে দাড়িয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট এবং কলেজের বৈধতা। তবে বিশেষজ্ঞদের মতে এই বিষয়ে গাফিলতি প্রধানত কলেজগুলির। তাদের নিজেদের দায়িত্বে এই অন্তর্ভুক্তি করতে হয়। উচ্চশিক্ষা দফতর এই সমস্যার জন্য খুব একটা দায়ী নয়।

Post a Comment

0 Comments