বায়ুদূষণ রুখতে দিল্লি, পঞ্জাব, ইউপি ও রাজস্থান সরকারকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

বেঙ্গল মিরর ডেস্ক: দেশের জাতীয় রাজধানী দিল্লি শহরে মারাত্মকভাবে বায়ু দূষণ ঘটছে। আর ঠিক এই কারণেই মঙ্গলবার পাঞ্জাব সরকারকে খড় (নাড়া) জ্বালানো থেকে বিরত থাকতে বলল সুপ্রিম কোর্ট। এক পর্যবেক্ষণে শীর্ষ কোর্ট বলেছে, কখনো এ বিষয়ে রাজনৈতিক ঝগড়া থাকা ঠিক নয়। 

কোর্টের কথায়, আমরা চাই এই খড় জ্বালানো অবশ্যই বন্ধ হোক। আমরা জানিনা কিভাবে এটা হবে, এটা আপনাদের কাজ। কিন্তু অবশ্যই এই খড় জ্বালানো আপনাদের বন্ধ করতে হবে। অতিসত্বর এটা বন্ধ করতে হবে। 



 একইসঙ্গে দেশের সুপ্রিম কোর্ট দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান সরকারকেও এ বিষয়ে সতর্ক হতে বলেছে। এর জন্য লোকাল থানা, পুলিশের ডিরেক্টর জেনারেলের পাশাপাশি মুখ্যসচিবদের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছে কোর্ট। তারা সকলেই যাতে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তার জন্য উল্লেখ করেছে আদালত।

প্রসঙ্গত, জমির ফসল তুলে নেওয়ার পর জমিতে অসংখ্য পরিমাণে খড় বা নাড়া থাকে। বিশেষ করে গম বা ধানের জমিতে এগুলো হয়ে থাকে। আর সেগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যার ফলে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়ে বায়ু দূষিত করে ফেলে। এই বায়ু দূষণ আটকাতেই খড় জালানো বন্ধ করতে বলেছে আদালত।

Post a Comment

0 Comments